দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৬৭টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় জেলার জৈন্তাপুর সীমান্তে চোরাচালানবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আভিযানিক টহল টিম সিলেটের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ব্রিজ নামক সীমান্ত এলাকা হতে ৬৭টি ভারতীয় বড় আকারের মহিষ আটক করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি টহল টিমের খবর পেয়ে চোরাকারবারিরা মহিষ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে বিশেষ অভিযানে কাউকে আটক করা যায়নি।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানের ৬৭টি বড় আকারের মহিষগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মহিষগুলো ৪৮ বিজিবির তামাবিল বিওপির জিম্মায় রাখা হয়েছে। স্থানীয় কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।