নিজস্ব প্রতিনিধি : স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। আজ ২৬ জুন রোববার ভোরের আলোয় দেশের সর্ববৃহৎ এই পদ্মা সেতু’র প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। গৌরবের এই পদ্মা সেতু’তে যান চলাচল শুরুর মধ্য দিয়ে সহজ হলো ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলা’র সরাসরি সড়ক যোগাযোগ।
যান চলাচলের সঙ্গে খুলে দেওয়া হয় দুই প্রান্তের ১৪টি টোল গেট। সবকয়টি গেটে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। নির্ধারিত টোল পরিশোধ করে থ্রি-হুইলার ছাড়া যেকোনো গাড়ি পার হতে পারছে।
সরকারের নির্ধারণ করা টোল হার অনুযায়ী, ছোট বাসে ১৪০০ টাকা, মাঝারি বাসে ২০০০ টাকা এবং বড় বাসে ২৪০০ টাকা টোল দিতে হবে। ছোট ট্রাকের টোল ১৬০০ টাকা, মাঝারি ট্রাকে ২১০০-২৮০০ টাকা, বড় ট্রাকে ৫৫০০ টাকা। পিকআপের টোল ১২০০ টাকা। কার ও জিপের টোল ধরা হয়েছে ৭৫০ টাকা, মাইক্রোবাসে ১৩০০ টাকা এছাড়া মোটরসাইকেলে ১০০ টাকা।