1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধা‌নে দুদক - DeshBideshNews
December 26, 2024, 4:00 pm
 

শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধা‌নে দুদক

  • Update Time : Thursday, December 26, 2024
  • 4 Time View
শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধা‌নে দুদক

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

অভিযোগ রয়েছে, হাসিনা রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ করে ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। এর পেছনে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে।

অভিযুক্ত অন্যরা হলেন- হাসিনার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে আজমিনা সিদ্দিকী।

অভিযোগগুলো সুনির্দিষ্ট, তথ্যভিত্তিক ও কমিশনের তফসিলভুক্ত অপরাধ বলে প্রতীয়মান হওয়ায় বিষয়টি আম‌লে নি‌য়ে কমিশনের বিশেষ তদন্ত শাখা হতে অনুসন্ধান করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন। দুদ‌কের জনসং‌যোগ কর্মকর্তা আকতারুল আলম এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ