নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দাড়ে ৮ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ মার্চ) বিকেলে পৌর শহরস্থ জোড়কবর-সংলগ্ন মা ভিলা নামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে গুদামে থাকা ৮ হাজার ৬৪৪ লিটার সয়াবিন তেল জব্দ করে গুদাম সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা মনিরা খাতুন।
ওই বাড়িতে ইউনিকর্ন ডিস্ট্রিবিউশন লিমিটেড নামের একটি কোম্পানি রূপচাঁদা তেলের স্টিকার ব্যবহার করে বিপুল পরিমাণ সয়াবিন তেল গুদামজাত করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ডিএসবি পুলিশ অফিসার মো. আবুল কালাম আজাদ ও রামগঞ্জ থানায় কর্মরত ডিএসবি তাজুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান সুমন- প্রমুখ।