1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাজধানীর পান্থপথে ঈদুল ফিতরের নামাজ আদায় - DeshBideshNews
November 30, 2024, 4:38 pm
 

রাজধানীর পান্থপথে ঈদুল ফিতরের নামাজ আদায়

  • Update Time : Wednesday, April 10, 2024
  • 76 Time View
রাজধানীর পান্থপথে ঈদুল ফিতরের নামাজ আদায়

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রাজধানীর পান্থপথে একটি কনভেনশন সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও বুধবার সকালে পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার ও বরিশালের বেশ কয়েকটি স্থানে ঈদের নামাজ আদায় করেছেন অনেক মুসলমান।

জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হচ্ছে ঈদ।

পান্থপথের একটি কনভেনশন সেন্টারে মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। তাদের মধ্যে শিশু ও নারীরাও ছিলেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। এ ঈদের জামাতে অংশ নেন দেশে অবস্থানরত বিদেশি মুসলিমরাও। নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও পালন করছি।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বুধবার (১০ এপ্রিল) উদযাপন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সিয়াম সাধনার মাস রমজান শেষে এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ