1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাজধানীতে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে - DeshBideshNews
November 28, 2024, 10:26 pm
 

রাজধানীতে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে

  • Update Time : Wednesday, June 12, 2024
  • 59 Time View
রাজধানীতে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে
রাজধানীতে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ঢাকায় সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। বুধবার (১২ জুন) বাংলাদেশের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি।

ভূমিকম্পে ভয়ের কারণ নেই জানিয়ে তিনি বলেন, ‘কারণ এমন পরিস্থিতি বহুদেশে আসে। যেমন, তুরস্কে ভূমিকম্প হয়। কিন্তু তারা দুর্যোগ সহনীয় অবকাঠামো ও সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে। যে কারণে সমস্যা এলে তা সমাধান করার সক্ষমতা তারা তৈরি করেছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যদি কোনো রকম ভূমিকম্প হয়, সেজন্য শহর অঞ্চলে ব্যাপকভাবে স্বেচ্ছাসেবী তৈরি করতে কাজ করছি। ভবনগুলো যদি ধসে যায়, তাহলে সেগুলো পরিষ্কার করা ও মানুষকে উদ্ধারে আমরা ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করেছি।’

তিনি জানান, ভবিষ্যতে একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাইলে পুরো জাতিকে দুর্যোগের বিষয়ে সচেতন করতে হবে। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। ভূমিকম্প হলে ঢাকা শহরের লাখ লাখ লোক আটকা পড়তে পারে। আট মাত্রার ভূমিকম্পের তথ্যের বিষয়ে তিনি বলেছেন, ‘নির্দিষ্ট গবেষণার ভিত্তিতেই আমি এমন কথা বলেছি। এ নিয়ে আমাদের সুনির্দিষ্ট তথ্য আছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ