1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রবিবার থেকে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু - DeshBideshNews
November 29, 2024, 5:29 am
 

রবিবার থেকে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু

  • Update Time : Saturday, June 1, 2024
  • 111 Time View
রবিবার থেকে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মাসিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশে কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থাটি। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর পল্লবীর প্যারিস রোডসংলগ্ন শেখ ফজলুল হক মনি খেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

এ দফায় উপকারভোগীরা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল (সয়াবিন তেল), পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি করে চিনি কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্য তেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা দরে বিক্রি করবে টিসিবি।

টিসিবি জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারা দেশে পরিবেশকরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন পরিবার কার্ডধারী ব্যক্তিরা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ