নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ধোবাউড়ার কলসিন্দুর শিবগঞ্জ পাকা সড়কটি গর্ত আর খানাখন্দে যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটছে এই সডকে। এ ছাড়া এই রাস্তায় প্রায় একযুগ আগে নির্মিত ব্রিজটি গত ছয় বছর ধরে ভেঙে গেলেও সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো ভাবনাই নেই কর্তৃপক্ষের। এতে রাস্তায় পানি উঠে পুকুরে পরিণত হয়েছে।
কলসিন্দুর থেকে শিবগঞ্জ তিন কিলোমিটার পাকা সড়কটি সংস্কার না হওয়ায় মানুষের যেন দুর্ভোগের শেষ নেই। কোনো পথ খুঁজে না পেয়ে অবশেষে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার দুপুরে রাস্তাটি সংস্কারের দাবিতে হাঁটুপানিতে দাঁড়িয়ে বিশাল এক মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
কলসিন্দুর শিবগঞ্জ সড়কে ভাঙা ব্রিজের ওপর প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ কৃষক, ব্যবসায়ীসহ এলাকার সচেতন মহল।
বক্তারা প্রধানমন্ত্রীর নিকট অবিলম্বে রাস্তাটি সংস্কার করার দাবি জানান।