1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মিরপুরে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা - DeshBideshNews
November 29, 2024, 3:44 pm
 

মিরপুরে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা

  • Update Time : Sunday, May 19, 2024
  • 54 Time View
মিরপুরে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা
মিরপুরে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে সকাল থেকেই বিক্ষোভ করছিলেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। তাদের বিক্ষোভ থেকে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, রবিবার (১৯ মে) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা।

ডিএমপির পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক পুলিশের একটি বক্স। আমরা ঘটনাস্থলে আছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এদিকে, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ছোড়া গুলিতে একজন আহত হয়েছেন। তার নাম সাগর চৌকদার (২৫)। আহতের দাবি, তিনি পথচারী, পেশায় দর্জির দোকানের কারিগর। তিনি রাজধানীর লালমাটিয়া এলাকায় থাকেন।

আহত ওই যুবক জানান, উত্তরায় কাজ শেষে এক বন্ধুসহ বাসায় ফেরার পথে কালসী মোড়ে বিকাল ৩টার দিকে তার শরীরে গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তার বন্ধু তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বিকাল সোয়া ৫টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত সাগর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে কালশীতে সড়ক অবরোধ করে অটোরিকশাচালকরা রাস্তা অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তার আগে আগে রবিবার (১৯ মে) সকালে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্ল্যা বলেন, হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকা থেকে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশাচালকরা মিরপুর-১০ গোল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ