খেলাধুলা ডেস্ক : শেষ হলো এবারের বিপিএল। অষ্টম আসরের ফাইনালে নাটকীয় জয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১ রানের হারে চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ রয়ে গেলো ফরচুন বরিশালের। দুরন্ত সাকিব নির্বাচিত হয়েছেন টুর্নামেন্ট সেরা।
সর্বাধিক রানঃ
উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), ১১ ম্যাচে ৪১৪ রান।
আন্দ্রে ফ্লেচার (খুলন টাইগার্স), ১১ ম্যাচে ৪১০ রান।
তামিম ইকবাল (মিনিস্টার গ্রুপ ঢাকা), ৯ ম্যাচে ৪০৭ রান।
কলিন ইনগ্রাম (সিলেট সানরাইজার্স), ৯ ম্যাচে ৩৩৩ রান।
ফাফ ডু প্লেসিস (কুমিল্লা ভিক্টেরিয়ান্স), ১১ ম্যাচে ২৯৫ রান।
সর্বাধিক উইকেটঃ
মোস্তাফিজুর রহমান (কুমিল্লা), ১১ ম্যাচে ১৯ উইকেট।
ডোয়াইন ব্রাভো (বরিশাল), ১০ ম্যাচে ১৮ উইকেট।
সাকিব আল হাসান (বরিশাল) ১১ ম্যাচে ১৬ উইকেট।
তানভির ইসলাম (কুমিল্লা), ১২ ম্যাচে ১৬ উইকেট।
মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম), ৮ ম্যাচে ১৫ উইকেট।
সর্বাধিক ক্যাচঃ
ইমরুল কায়েস (কুমিল্লা)- ১১ ম্যাচে ১৭।
ফাফ ডু প্লেসি (কুমিল্লা)- ১১ ম্যাচে ৯।
ইয়াসির আলী (খুলনা)- ১১ ম্যাচে ৯।
শেখ মেহেদী হাসান (খুলনা)- ১১ ম্যাচে ৭।
নাজমুল হোসেন শান্ত (বরিশাল)- ১১ ম্যাচে ৭।