নিজস্ব প্রতিনিধি : আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রচারপত্র বিলির সময় রাজধানীর মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে থেকে বিএনপি নেতা ইশরাক হোসেন’কে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।
বিএনপি নেতা ইশরাক হোসেন’কে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. এনামুল হক।
অতিরিক্ত উপকমিশনার মো. এনামুল হক বলেন- ইশরাক হোসেনের বিরুদ্ধে অগ্নিসংযোগের পুরোনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতে নেওয়া হবে।
উল্লেখ্য, প্রয়াত বিএনপি নেতা, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তিনি ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত বিএনপি নেতা ইশরাক হোসেন।