দেশ-বিদেশ নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপিকে দেশের প্রচলিত আইন মেনে সভা-সমাবেশ করতে হবে। তারপরও তারা কেন পল্টনের সমাবেশ করতে চায়, সেটা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি বলছে, পল্টনে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে, তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সব দলের বড় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে মানুষের জানমাল রক্ষায় যা যা করা দরকার সরকার তাই করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০ থেকে ২৫ লাখ লোকের সমাগম ঢাকায় সম্ভব না। এত লোকজন যদি ঢাকার রাজপথে থাকে, তাহলে পুরো শহর অচল হয়ে যাবে। সেক্ষেত্রে মানুষের দুর্ভোগ পৌঁছাবে চরমে। মূলত এসব বিষয় বিবেচনা করে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে বিপুল পরিমাণ লোকের সমাগম হলেও রাস্তাঘাটের তেমন সমস্যা হয় না। আমি আশা করব, বিএনপি সরকার যেখানে অনুমতি দিয়েছে সেখানে সমাবেশ করবে। আর যদি এর ব্যত্যয় ঘটিয়ে তারা পল্টনের সমাবেশ করতে চায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।