1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বাম নেতা-কর্মীদের পল্টন মোড় অবরোধ, মোড়ের চারদিক যান চলাচল বন্ধ - DeshBideshNews
November 24, 2024, 11:35 pm
 

বাম নেতা-কর্মীদের পল্টন মোড় অবরোধ, মোড়ের চারদিক যান চলাচল বন্ধ

  • Update Time : Monday, March 28, 2022
  • 372 Time View

নিজস্ব প্রতিনিধি : বাম গণতান্ত্রিক জোট সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আধা বেলা হরতাল পালন চলছে…। আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টা থেকে নেতা-কর্মীরা পল্টন মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে পল্টন মোড়ের চারদিক থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন- সরকার যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, তার প্রতিবাদে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শহর, বন্দর, উপজেলায় সাধারণ মানুষ হরতালের সমর্থনে রাস্তায় নেমে এসেছে। ভয় দেখিয়ে সরকার মানুষকে রাস্তা থেকে সরাতে পারবে না। আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত তাঁদের হরতাল কর্মসূচি চলবে বলে জানিয়েছেন রুহিন হোসেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন- হরতালের সমর্থনে মিরপুর এলাকায় বাম জোটের নেতা–কর্মীরা মিছিল বের করেছিলেন। তিনি অভিযোগ করেন, পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সারাদেশে মিছিলে বাধা দেওয়া ও হামলার খবর আসছে বলেও দাবি করেছেন তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ