নিজস্ব প্রতিনিধি : সারাদেশে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আজ আধা বেলা হরতাল পালনের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
মিরপুর ১২ নম্বর থেকে গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, আজিমপুরসহ রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল করে। আজ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সরেজমিন দেখা গেছে- এসব রুটে পাল্লা দিয়ে গাড়ি চলছে। বিভিন্ন মোড়ে যাত্রীদের চাপও রয়েছে।
বাম গণতান্ত্রিক জোটের হরতাল বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম নামের এক যাত্রী বলেন- কর্মস্থল তো বন্ধ নেই। ঘরে বসে থাকবেন কেন? হাবিবা সুলতানা নামের আরেক যাত্রী বলেন- ভেবেছিলাম সড়কে গাড়ির কিছুটা হলেও সংকট থাকবে। কিন্তু অন্যান্য দিনের মতোই সড়কে যানবাহন চলাচল করছে।
প্রজাপতি পরিবহনের একটি বাসের চালক হারুন মিয়া বলেন- তাঁদের গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে, তাই সকালে গাড়ি নিয়ে বের হয়েছেন। যাত্রীর চাপও আগের মতোই রয়েছে বলে জানান তিনি।
এদিকে মিরপুর ১২ নম্বর থেকে ১১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, মৌচাক ও মালিবাগ রুটে চলাচল করে দেখা গেছে সড়কে প্রচুর গাড়ির চাপ। প্রতিটি মোড়ে যানজট লেগে আছে।
ইকবাল হোসেন নামে একজন যাত্রী বলেন- অন্যান্য দিনের চেয়ে আজ সড়কে গাড়ির চাপ বেশি। দেড় ঘণ্টায় মোটরসাইকেলে করে আবদুল্লাহপুর থেকে মালিবাগ পর্যন্ত আসতে পেরেছেন তিনি।
এসব এলাকায় হরতালের সমর্থনে কাউকে রাস্তায় নামতে দেখা যায়নি। তবে সড়কে পুলিশ সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে।