1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
'বাংলাদেশ প্রেসক্লাব' কমলগঞ্জ শাখা'র আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও মাস্ক বিতরণ... - DeshBideshNews
November 24, 2024, 2:58 pm
 

‘বাংলাদেশ প্রেসক্লাব’ কমলগঞ্জ শাখা’র আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও মাস্ক বিতরণ…

  • Update Time : Thursday, August 11, 2022
  • 438 Time View

ফয়জুল আলী শাহ, কুলাউড়া (সিলেট) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৭নং সদর ইউনিয়ন কমপ্লেক্সে ২নং ওয়ার্ডের বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা।

উক্ত ক্যাম্পেইন উদ্ভোধন করেন ৭নং কুলাউড়ার সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোসাদ্দেক আহমেদ নোমান।

উদ্ভোধনী বক্তব্রে চেয়ারম্যান মোসাদ্দেক আহমেদ নোমান বলেন- ফ্রী মেডিকেল ক্যাম্পেইন, ঔষধ ও মাস্ক বিতরণের মতো মহৎ উদ্যোগের জন্যে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা’র সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

তিনি বলেন- বন্যা পরবর্তী সময়ে এলাকার মানুষগুলো পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে জনসাধারণের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ বিতরণ অত্যন্ত মহৎ ও মানবিক কাজ। আপনাদেরকে ধন্যবাদ।

উল্লেখ্য, ৭নং সদর ইউনিয়ন এর ২নং ওয়ার্ডে সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, বিভিন্ন সামাজিক সংস্থা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং নিজ উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই কুলাউড়ার বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন। সাংবাদিক ভাইয়েরা তাদের কলমের মাধ্যমে সামাজিক ব্যাধি দূর করার পাশাপাশি অসহায় মানুষের রোগ ব্যাধি দূর করতেও বিশেষ ভুমিকা রেখেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই, সমাজসেবক রফিকুল ইসলাম মামুন, মোঃ সামসু উদ্দিন বাবু, ইউপি সদস্য মোঃ আব্দুস শহিদ, ইউপি সদস্য ফজলুর রহমান, ইউপি সদস্য মোঃ হারুন মিয়া, কুলাউড়া উপজেলার মুক্ত স্কাউট এর সদস্যবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কুলাউড়া সদর ইউনিয়নের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে আজ বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা’র আয়োজনে ৭নং সদর ইউনিয়ন কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদান করেন ডিপ্লোমা চিকিৎসক আব্দুস সালাম এবং ডাক্তার তোফায়েল আহমেদ চৌধুরী।

প্রায় ৩৫০ জন রোগীদের মাঝে ফ্রী প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আব্দুস সালামের নেতৃত্বে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখার সহঃ সভাপতি এম এ আহাদ, সাংবাদিক আমিনুর রহমান, সাংবাদিক শামীম আহমেদ তালুকদার, সাংবাদিক জয়নাল আবেদিন, সাংবাদিক ফয়জুল আলী শাহ- প্রমুখ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ