দেশ বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তানে সবজি বীজ রপ্তানি শুরু করেছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড। এর মাধ্যমে কৃষি পণ্য রপ্তানিতে নতুন এক দিগন্ত উন্মোচন হয়েছে। এতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ভবিষ্যতে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে সবজির বীজ রপ্তানির পরিকল্পনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে সবজি রপ্তানি এখন বাড়ছে। সিনজেনটা দেশকে সমৃদ্ধ করতে রপ্তানির এই বর্ণাঢ্য যাত্রায় অংশ নিচ্ছে। রপ্তানির ক্রমবর্ধমান ধারাকে তরান্বিত করতে সাহায্য করবে। সিনজেনটা বাংলাদেশ এদেশে ৫০ বছরের বেশি সময় কার্যক্রম পরিচালনা করছে।
সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, সুইজারল্যান্ডের সিনজেনটা ক্রপ প্রটেকশন এজি ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর যৌথ মালিকানাধীন দেশের শীর্ষস্থানীয় একটি বহুজাতিক এগ্রিবিজনেস প্রতিষ্ঠান।