দেশ বিদেশ রিপোর্ট : বাংলাদেশকে করোনার প্রতিষেধক ফাইজারের তৈরি আরও এক কোটি টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ৬ কোটি ১০ লাখ টিকা দিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদানকৃত করোনার টিকার সবচেয়ে বড় গ্রহীতা বাংলাদেশ।
ঢাকায় মার্কিন দূতাবাস আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনা মূল্যে ফাইজারের তৈরি ১০০ কোটি ডোজ টিকা অনুদানের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড ১৯ মোকাবিলায় নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকার রয়েছে। এই অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের তৈরি টিকার এই ধারাবাহিক অনুদান প্রদান অব্যাহত রয়েছে।
জাতীয় কোভিড ১৯ টিকা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।