1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - DeshBideshNews
November 28, 2024, 8:04 pm
 

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • Update Time : Tuesday, December 13, 2022
  • 87 Time View
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশ ও শ্রমিকের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিট লাইন পোশাক কারখানার শ্রমিকরা ওই আন্দোলন শুরু করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে দেখা যায়, পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শ্রমিক ও স্থানীয় দোকানদার আহত হয়েছে। এখন সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। এ সময় ভিডিও করতে গেলে পুলিশ সংবাদ কর্মীর উপরেও চড়াও হয়। এখন কারখানা ও মহাসড়কে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান নিয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, আমরা শ্রমিকরা গত ৩ মাসের, স্টাফদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু কারখানা মালিক বেতনের আশ্বাস দেওয়ার পরেও বেতন দেয়না। পরে বেতনের দাবিতে আন্দোলন শুরু করি। একপর্যায়ে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ শুরু করে। আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। ওসমান নামে এক শ্রমিক বলেন, আমরা কয়েক মাসের বেতন পাব। পুলিশ আমাদের সহযোগিতা না করে উল্টো পিটাইছে। আমাদের অনেক শ্রমিক আহত হয়েছেন।

সুয়িং সেকশনের শ্রমিক আলেয়া খাতুন বলেন, ঘর ভাড়া বাকি রয়েছে। আমরা খাইতে পারছি না। আমাদের পাওনা বেতন তারা দিচ্ছে না। আমরা আন্দোলন করছি কিন্তু পুলিশ এভাবে মারলো। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশ রয়েছে। এখন পরিবেশ অনেকটা শান্ত। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ