দেশ-বিদেশ স্পেশাল রিপোর্ট : সারা পৃথিবীতে যেন তরুণদের জয়জয়কার চলছে। এবার তাতে নতুনত্ব দিলো সিলেটের ফেঞ্চুগঞ্জবাসী। ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রথমবারের মত তারা নির্বাচিত করেছে একজন তরুণকে। যিনি প্রথমবারের নির্বাচনেই মনজয় করে নিয়েছেন ফেঞ্চুগঞ্জবাসীর। তিনি হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বির। তার নির্বচনী কাজে সহযোগিতার জন্য বেশ কয়েকজন প্রবাসীও দেশে এসে কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম তার বাল্যবন্ধু বদরুল আলম। তিনি লন্ডনভিত্তিক দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনিও সুদূর লন্ডন থেকে এসেছেন শুধুমাত্র আসফাকুল ইসলাম সাব্বিরকে নির্বাচনে জয়যুক্ত করার আশায়। সফলও হয়েছেন শেষ পর্যন্ত।
ফেসবুকের এক স্ট্যটাসে বদরুল আলম লিখেছেন, শুধুমাত্র নিজের বন্ধুকে জয়ের বন্দরে পৌঁছে দিতে তিনি ১০ দিনের জন্য লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। তার এই চেষ্টা অবশেষ সফলও হয়েছে বন্ধুকে বিজয়ী করার মাধ্যমে। বন্ধু আসফাকুল ইসলাম সাব্বিরকে বিজয়ী করার জন্য তিনি ফেঞ্চুগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ উপজলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আসফাকুল ইসলাম সাব্বির, আনারস প্রতীক নিয়ে ১২ হাজার ১শত ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ নুরুল ইসলাম কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭শত ৭৭ ভোট, আব্দুল বাছিত টুটুল মোটরসাইকেল ৬ হাজার ৩৪, মোঃ জাহিরুল ইসলাম মুরাদ ঘোড়া ১৮৭৪, সুলতানা রাজিয়া দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বির বিজয়ী হওয়ার পরে এক সাক্ষাতকারে বলেছেন, আমার এ বিজয় আমার নয়। এ বিজয় ফেঞ্চুগঞ্জবাসীর বিজয়। আমার ফেঞ্চুগঞ্জবাসী দলমত নির্বিশেষে আমাকে যেভাবে সাপোর্ট করেছে তা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এ জন্য আমি ফেঞ্চুগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। তবে মানুষ যে আশা নিয়ে আমাকে ভোট দিয়েছে আমি তাদের সেই আশা পূরণ করতে সর্বোচ্চ কাজ করে যেতে চাই। কর্মসংস্থানের সুযোগ তৈরি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রনের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়ারও আশ্বাস দিয়েছেন নতুন এই চেয়ারম্যান। এর পাশাপাশি তিনি ফেঞ্চুগঞ্জ থেকে সুদের কারবার বন্ধের জন্যও নানান পদক্ষেপ নিবেন বলে জানান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ডালিয়া বেগম। হাঁস প্রতীক নিয়ে ১৮ হাজার ৬শত ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোহিনী বেগম (কলস) ৭হাজার ৮শত ৮১ ও ইয়াসমিন জাহান তাম্মী (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬শত ৪৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মোঃ জাহাঙ্গীর আলম মোজাহিদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ,মাইক প্রতীক নিয়ে ১৪ হাজার ৮শত ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শহীদুর রহমান রুমান (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯শত ৯১, দুর্জয় দাস রতন (উড়োজাহাজ) ৪ হাজার ৮শত ১, মোসলেহ উদ্দিন আহমদ (তালা) ৪ হাজার ৭শত ৬ ও সায়েমুল আরেফিন (বই) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৮৯ ভোট ।
উল্লেখ্য, শান্তিপূর্ণভাবে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন বুধবার (২৯ মে) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোনো ধরণের অপ্রতীকর ঘটনা ছাড়া উপজেলা ৩৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদেই নতুন মুখ বিজয়ী হয়েছেন। তবে সকাল থেকেই বৃষ্টি থাকায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম।