দেশ বিদেশ রিপোর্ট : সোমবার ২৮ মার্চ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দ্রব্যমূল্য নিয়ে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব সাংসদ মুজিবুল হক ও বিএনপির সাংসদ হারুনুর রশীদ।
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুজিবুল হক বলেন- দেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু দ্রব্যমূল্য বাড়ার কারণে মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। বাজারে গেলে মনে হয় না সরকার আছে, সরকারের নিয়ন্ত্রণ আছে।
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন- দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ। এক কোটি পরিবারকে টিসিবি’র পণ্য দেওয়া হচ্ছে। তেল, ডাল, খেজুর, পেঁয়াজসহ বিভিন্ন কিছু দিয়ে প্যাকেজ তৈরি করা হয়েছে। এই প্যাকেজ কিনতে গরিব মানুষকে বাধ্য করা হচ্ছে। কারও হয়তো শুধু ডাল দরকার, খেজুর দরকার নেই। কিন্তু তিনি চাইলেও শুধু ডাল নিতে পারছেন না।
রড, সিমেন্ট, ইট, বালুসহ নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এখন নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন সাংসদ হারুনুর রশীদ।