1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
দুই দিন পর ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ - DeshBideshNews
November 29, 2024, 9:43 pm
 

দুই দিন পর ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

  • Update Time : Saturday, May 11, 2024
  • 63 Time View
দুই দিন পর ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
দুই দিন পর ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১০ মে) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের শূন্য রেখায় তাদের মরদেহ গ্রহণ করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। একই দিন আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত বাংলাদেশিরা হলেন- তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও তিরনইহাট ইউনিয়নের ব্রমতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসিন আলী (২৩)। এর আগে, গত বুধবার (৮ মে) উপজেলার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হন। ঘটনার পর বিএসএফ সদস্যরা তাদের মরদেহ নিয়ে যায়।

এ ঘটনার পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত পাঠাতে বিএসএফকে চিঠি দেয় বিজিবি। পরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের শূন্য রেখায় নিহত দুই বাংলাদেশির মরদেহ গ্রহণ করেছেন এসআই আশরাফুল ইসলাম। ভারতে ময়নাতদন্ত হওয়ায় এখানে আর ময়নাতদন্তের প্রয়োজন হয়নি। মরদেহ দুই পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ