দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভূমিকম্পকবলিত তুরস্কে উদ্ধারকাজ শেষে দেশে ফিরেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তারা রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে বিমান বাহিনীর বিশেষ বিমান সি-১৩০-এ করে দেশে ফেরেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
তেজগাঁও বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি উদ্ধারকারী দলটি তুরস্কের আদানা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে দলটি ৩৫০ কিলোমিটার দূরের আদিয়ামানা এলাকায় যায়। তারা ভূমিকম্পকবলিত এলাকায় অনেককে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করে। শক্তিশালী ওই ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।