1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ঢাকা সেনানিবাসে তিন শান্তিরক্ষীর জানাজা - DeshBideshNews
November 27, 2024, 11:46 pm
 

ঢাকা সেনানিবাসে তিন শান্তিরক্ষীর জানাজা

  • Update Time : Saturday, October 15, 2022
  • 88 Time View
ঢাকা সেনানিবাসে তিন শান্তিরক্ষীর জানাজা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন পরিচালনাকালে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি অ্যাভিয়েশন হ্যাঙ্গারে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, জানাজায় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সেনাপ্রধান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান। পরে নিহতদের মরদেহ আর্মি অ্যাভিয়েশনের হেলিকপ্টারে করে নিজ নিজ গ্রামে (ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও নীলফামারী) পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাদের মরদেহগুলো দাফন করা হয়।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আভিযানিক কার্যক্রম পরিচালনাকালে আইইডির বিস্ফোরণ ঘটলে ওই তিন শান্তিরক্ষী নিহত হন। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১২৯ জন সেনাসদস্য প্রাণ বিসর্জন দিয়ে স্মৃতিতে অম্লান হয়ে আছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ