1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ডেঙ্গু রোগী বেড়েছে সারা দেশে দশ গুণ : স্বাস্থ্যমন্ত্রী - DeshBideshNews
November 24, 2024, 3:43 pm
 

ডেঙ্গু রোগী বেড়েছে সারা দেশে দশ গুণ : স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : Saturday, August 12, 2023
  • 89 Time View
সারা দেশে ডেঙ্গু রোগী বেড়েছে দশ গুণ : স্বাস্থ্যমন্ত্রী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : হঠাৎ করেই সারা দেশে দশ গুণ ডেঙ্গু রোগী বেড়ে গেছে। আর সে কারণেই স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিন বলেন, ‘পর্যাপ্ত স্যালাইন প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে, মাস শেষে তা দাঁড়াচ্ছে প্রায় ১২ লাখ।

আজ শনিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। জাহিদ মালেক বলেন, ‘সবগুলো ওষুধ কম্পানি মিলেও এত স্যালাইন উৎপাদন করতে পারছে না। এ জন্য দুই দিন আগে মিটিং করেছি। সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করা হয়। মন্ত্রী আরো বলেন, ‘যেহেতু এখন বর্ষা মৌসুম, বৃষ্টি-বাদল হয়ে বিভিন্ন স্থানে পানি জমে থাকে। আর এ কারণেই মশা বাড়ছে। তবে আশা করছি, আগামীতে মশা কমে আসবে এবং ডেঙ্গু রোগীর সংখ্যাও কমে আসবে। ডেঙ্গু কমাতে হলে মশা কমাতে হবে।

মশা কমলে ডেঙ্গু রোগী কমবে এবং সে জন্য নিয়মিত স্প্রে করতে হবে বেশি বেশি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আক্তার, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন, আবাসিক মেডিক্যাল অফিসার কাজী এ কে এম রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ