দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। এনিয়ে চলতি বছরে ডেঙ্গু কেড়ে নিল ৩২৭ জনের প্রাণ।
ওই ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১১৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৩২ জন। সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।