1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ডেঙ্গুতে প্রাণ গেল ১৩ জনের, আক্রান্ত দুই হাজার ৭৪২ জন - DeshBideshNews
November 24, 2024, 3:52 pm
 

ডেঙ্গুতে প্রাণ গেল ১৩ জনের, আক্রান্ত দুই হাজার ৭৪২ জন

  • Update Time : Tuesday, August 8, 2023
  • 86 Time View
ডেঙ্গুতে প্রাণ গেল ১৩ জনের, আক্রান্ত দুই হাজার ৭৪২ জন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৭৪২ জন। এর মধ্যে ঢাকায় এক হাজার দুজন, ঢাকার বাইরে এক হাজার ৭৪০ জন। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আগস্টের এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৩৯৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরে আট হাজার ৫২৩, ঢাকার বাইরে ১১ হাজার ৮৭১ জন। অর্থাৎ আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর ৫৮ শতাংশ ঢাকার বাইরের। এদিকে আগস্টের এই সময়ে মারা গেছে ৮৯ জন।

এর মধ্যে ঢাকার ৭৩, ঢাকার বাইরে ১৬ জন। অর্থাৎ আগস্টে মৃত্যুর ৮৮ শতাংশ ঢাকার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে চার হাজার ৪৪২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর ঢাকার বাইরে চার হাজার ৯৮১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ২২৫ জন। এর মধ্যে ঢাকার ৩৭ হাজার ৭২২ জন, ঢাকার বাইরে ৩৪ হাজার ৫০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪০ জনের। এর মধ্যে ঢাকায় ২৬৯ জন, ঢাকার বাইরে ৭১ জন।

সে হিসাবে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত ১৪০ জনে একজনের মৃত্যু হয়েছে। আর ঢাকার বাইরে ৪৮৬ জনে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬, জুনে পাঁচ হাজার ৯৫৬, জুলাইয়ে ৪৩ হাজার ৮৫৪ জন ও আগস্ট মাসে এ পর্যন্ত ২০ হাজার ৩৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন এবং আগস্টে এ পর্যন্ত ৮৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়। আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ