1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২২০১ - DeshBideshNews
November 24, 2024, 3:46 pm
 

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২২০১

  • Update Time : Thursday, August 24, 2023
  • 89 Time View
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২২০১

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ জনে। এ সময় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুই হাজার ২০১ জন। এতে করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আট হাজার ৬৩০ জন।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ২০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৯২৬ জন এবং ঢাকার বাইরে এক হাজার ২৭৫ জন। এ সময় সারা দেশে মোট দুই হাজার ৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৭৩৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৩৩৯ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আট জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন ঢাকা সিটিতে এবং দুই জন ঢাকার বাইরে মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫১৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ঢাকা সিটিতে ৩৮০ জন এবং ঢাকার বাইরে ১৩৪ জন।এতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯২ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার সাত শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ