1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জ্বালানি তেলের দাম ১০০ টাকার মধ্যে থাকলে ভালো হতো : পরিকল্পনামন্ত্রী - DeshBideshNews
November 27, 2024, 10:42 am
 

জ্বালানি তেলের দাম ১০০ টাকার মধ্যে থাকলে ভালো হতো : পরিকল্পনামন্ত্রী

  • Update Time : Tuesday, September 6, 2022
  • 101 Time View

নিজস্ব প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন- ডলারের দাম ১০০ টাকা পর্যন্ত হলে আমি খুশি হবো। এর বেশি হলে কষ্টদায়ক হবে। জ্বালানি তেলের দামও ১০০ টাকার মধ্যে থাকলে ভালো হতো।

আজ মঙ্গলবার ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনের কক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ উজ জামান। সংলাপ সঞ্চালন করেন ডিজেএফবি’র সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহিন।

এমএ মান্নান বলেন- জ্বালানি তেল ভয়ংকর একটা জিনিস। এর দামের ওপর অনেক কিছু নির্ভর করে। তেলের দাম বৃদ্ধি আইএমএফের পরামর্শে করা হয়নি। নিজেদের প্রয়োজনে করা হয়েছে। তেলের এই দাম এখন কমতে শুরু করেছে। সামনে আরও কমবে। তবে সেটি আগের দামের পর্যায়ে যাবে না।

তিনি বলেন- দীর্ঘদিন কোকের মুখ বন্ধ থাকলে হঠাৎ খোলার পর ফোস করে শব্দ হয়। তেমনি দীর্ঘদিন টাকার মান ধরে রেখে হঠাৎ ছেড়ে দেওয়ায় এত আলোচনা হচ্ছে।

তিনি আরো বলেন- আইন সবার জন্য সমান করতে পারলে দুর্নীতি কমে যেত। আইন প্রয়োগে কোনো খাতির দেখানো উচিত নয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ