নিজস্ব প্রতিনিধি : জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় দুই ব্যবসায়ীর গুদাম থেকে ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদাত। একইসঙ্গে অবৈধভাতে তেল মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মেলান্দহ বাজারে অভিযান চালিয়ে মেসার্স তপু এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
মেলান্দহ উপজেলা সহ-সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান- তপু এন্টারপ্রাইজের গুদামে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে তেল বিক্রির কোনও রশিদ দোকানির কাছে ছিল না। এসব অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জননী তেল ভান্ডারের গুদামে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে তেল বিক্রির কোনও রশিদ এই দোকানির কাছেও ছিল না। এসব অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।