1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত বাংলাদেশ - DeshBideshNews
November 27, 2024, 10:28 pm
 

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত বাংলাদেশ

  • Update Time : Tuesday, October 11, 2022
  • 92 Time View
জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত বাংলাদেশ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশ ১৬০ ভোট পায়। নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ চারটি আসনের বিপরীতে বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করে আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। মানবাধিকার ইস্যুতে গত বছর র‌্যাব এবং এর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এছাড়া বাংলাদেশে মানবাধিকার নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর, বেসরকারি সংস্থাসহ (এনজিও) বিভিন্ন মহল সমালোচনা করে আসছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সদস্য পদে বাংলাদেশের নির্বাচনকে বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মানবাধিকার পরিষদে সদস্য পদে নির্বাচনে জয়ের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী ছিল। বাংলাদেশ অতীতেও মানবাধিকার পরিষদে সদস্য নির্বাচিত হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ