1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ছয় ঘণ্টা করে চলবে অফিস-ব্যাংকের কার্যক্রম - DeshBideshNews
November 27, 2024, 10:49 pm
 

ছয় ঘণ্টা করে চলবে অফিস-ব্যাংকের কার্যক্রম

  • Update Time : Saturday, July 27, 2024
  • 47 Time View
ছয় ঘণ্টা করে চলবে অফিস-ব্যাংকের কার্যক্রম

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিন দিন সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে। শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ওই তিন দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন তাণ্ডব শুরু হলে সরকার ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। দেশে কারফিউ জারি হওয়ায় গত ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।

এর পরে কারফিউ শিথিল হওয়ার সময বাড়ানো হয়। পরে সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। ২৪ ও ২৫ জুলাই সরকারি অফিস চলে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ছুটির অন্য শর্তগুলো আগের মতোই থাকবে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র।

অর্থাৎ জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এসংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ