1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
চট্টগ্রামের সাবেক এডিসি কামরুল ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ - DeshBideshNews
November 28, 2024, 8:27 am
 

চট্টগ্রামের সাবেক এডিসি কামরুল ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ

  • Update Time : Tuesday, July 9, 2024
  • 50 Time View
চট্টগ্রামের সাবেক এডিসি কামরুল ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগর পুলিশের (প্রসিকিউশন শাখা) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় সাড়ে ১১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী সানোয়ার আহমেদ লাভলু।

পিপি সানোয়ার আহমেদ লাভলু জানান, ঘুষ দুর্নীতির মাধ্যমে এডিসি কামরুল হাসানের অর্জন করা ৯ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৪৪ টাকা এবং তার স্ত্রী সায়মা বেগমের ১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ১৮৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, তাদের এই সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ চেয়ে আদালতে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা দুদক, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এমরান হোসেন। আদালত আবেদন মঞ্জুর করে আজ আদেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ