নিজস্ব প্রতিবেদক : দু’দিন ধরে ভারী বৃষ্টি’র কারণে গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে অভ্যন্তরীণ নদ-নদীতে পানি ফুঁসে উঠছে।
১৭ জুন শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা-ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার, তিস্তা ২৬ সেন্টিমিটার, ঘাঘট ৩৭ সেন্টিমিটার, করতোয়া ১৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে প্লাবিত হয়ে পড়েছে যমুনা-ব্রহ্মপুত্রের চরসহ ও নিম্নাঞ্চলের পাট, তিলসহ বিভিন্ন ফসল। চরাঞ্চলের মানুষের মাঝে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। অনেক স্থানের রাস্তাঘাটে পানি ওঠায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা-ব্রহ্মপুত্রের পানি ফুঁসে উঠে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। ফসলি জমি প্লাবিত হওয়ায় পাট, তিল, কাউন, বাদাম, শাকসবজিসহ বিভিন্ন ধরনের উঠতি ফসল নষ্ট হওয়ায় আশঙ্কা করছেন কৃষকরা।
পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে- জেলা’র বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।