1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
গত সোমবার শ্রীমঙ্গলে রঘুনাথপুর কালীবাড়িতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার কুমারি রুপের পূজা। - DeshBideshNews
November 27, 2024, 7:26 pm
 

গত সোমবার শ্রীমঙ্গলে রঘুনাথপুর কালীবাড়িতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার কুমারি রুপের পূজা।

  • Update Time : Wednesday, October 5, 2022
  • 87 Time View

রোমানা আক্তার বিশেষ প্রতিনিধিঃ-

গত সোমবার সকাল সাড়ে ১১ টা থেকে   সাড়ে ১২পর্যন্ত এক ঘণ্টাব্যাপী পূজায়  মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগের  হাজারো দর্শনার্থীর সমাগম হয় রঘুনাথপুর কালী মন্দিরে।
এবার কুমারী মাতার আসনে বসেছিলেন শ্রীমঙ্গল আশিদ্রোন  ইউনিয়নের জামসী গ্রামের নুপুর  চক্রবর্তীর মেয়ে নন্দিনী চক্রবর্তী অর্পা। নন্দিনী শ্রীমঙ্গল জামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
এবারের  কুমারী মাতা পূজিত হন  দেবী দুর্গার রুদ্রাণী রূপে। পূজায় পুরোহিত্য  করেন অসিত ভট্টাচার্য ও কমলাপদ চক্রবর্তী
কমলাপদ চক্রবর্তী জানান, কুমারী পূজার মুল প্র্রতিপাদ্য হলো নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। এই বিশ্বব্রহ্মাণ্ড যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি ও লয় ক্রিয়া সম্পাদিত হচ্ছে।

শ্রীমঙ্গল সবুজবাগ এলাকার পুরিহিত শ্রী বিকাশ চক্রবর্তী জানান, এক থেকে ষোরশ বর্স পর্যন্ত যে কোনো কুমারী মেয়েকে দেবী মায়ের আসনে স্থান দিয়ে কুমারী পূজা করা হয়। তবে বয়স অনুসারে দেবীর নাম হয় ভিন্ন। যেমন কুমারীর আসনে এক বছরের কন্যা বসলে তিনি দেবীর  সন্ধ্যা নামে পূজিত হন। দুই বছরে কন্য  পূজিত হন দেবীর সরস্বতী রূপে এভাবে তিন বছরে কন্যা  ত্রিধামূর্তি, চার বছরে   কালীকা, পাঁচ বছরে, সুভগা,  ছয় বছরে  উমা, সাত বছরের মালিনী, আট বছরে  কুব্জিকা, নয় বছরে কালসন্দর্ভা, দশ বছরে অপরাজিতা, এগারো বছরে রূদ্রাণী, বারো বছরে ভৈরবী, তেরো বছরে মহালক্ষ্মী, চৌদ্দ বছরে পীঠনাযি়কা, পনেরো বছরে ক্ষেত্রজ্ঞা ও ষোলো বছরে দেবীর অন্নদা বা অম্বিকা রূপে কুমারী মাতা পুজিত হন।
আয়োজক কমিটির সভাপতি সুনীল  বৈদ্য শচী জানান, রঘুনাথপুর কালীবাড়িতে এবছর ১৫ তম কুমারী পূজার আয়োজন।  প্রতিবছরের ন্যায়  এবছর শান্তিপূর্ণভাবে কুমারী  পূজা সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ