দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দেশে ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জুন শেষে দেশে বৈধ পথে ২৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা ধরে) যার পরিমাণ ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। যা গত ৩৬ মাস বা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে, ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স । সোমবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার। এটি গত ৩ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। ২০২২-২৩ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়ল ২৩০ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বর ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ, মার্চ মাসে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে এসেছে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি, মার্চে ২০২ কোটি ২৪ লাখ, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ, মে মাসে এসেছে ১৬৯ কোটি ১৬ লাখ, জুন মাসে ২১৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।