1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
খালেদা জিয়ার সম্মানে সিলেট সমাবেশেও চেয়ার ফাঁকা বিএনপির - DeshBideshNews
November 28, 2024, 11:28 am
 

খালেদা জিয়ার সম্মানে সিলেট সমাবেশেও চেয়ার ফাঁকা বিএনপির

  • Update Time : Saturday, November 19, 2022
  • 102 Time View
খালেদা জিয়ার সম্মানে চেয়ার ফাঁকা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও বিএনপির বিভাগীয় গণসমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে মঞ্চে চেয়ার ফাঁকা রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পেলেও সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন।

কাঠের বড় চেয়ারটি ফাঁকা রেখেই আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগেই সমাবেশ শুরু হয়। বেলা পৌনে ২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসমাবেশ মঞ্চে এসে পৌঁছান।

চেয়ারপারসনের জন্য সংরক্ষিত চেয়ারের দুই পাশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্য নেতাদের চেয়ার রাখা হয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গণসমাবেশের কার্যক্রমের সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার চেয়ারটি ফাঁকা থাকবে। দলীয় চেয়ারপারসনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এ চেয়ার রাখা হয়েছে।

এদিকে গণসমাবেশ মঞ্চে টানানো ব্যানারে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও সম্প্রতি আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে খুন হওয়া ৫ জনের ছবি রয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ