1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
খালেদা জিয়ার নাইকো মামলায় চার্জ শুনানি ২৬ ফেব্রুয়ারি - DeshBideshNews
November 29, 2024, 4:26 pm
 

খালেদা জিয়ার নাইকো মামলায় চার্জ শুনানি ২৬ ফেব্রুয়ারি

  • Update Time : Sunday, February 19, 2023
  • 87 Time View
খালেদা জিয়ার নাইকো মামলায় চার্জ শুনানি ২৬ ফেব্রুয়ারি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামি ২৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানি জন্য ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে মামলার কিছু ডকুমেন্ট চেয়ে আবেদন করেন আইনজীবীরা। অন্যান্য আসামিদের পক্ষেও সময় আবেদন করা হয়।

আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী এ তারিখ ঠিক করেন। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতে হাজিরা দেন। খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান। উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এ মামলার আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ