মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে রাজু দত্ত : মৌলভীবাজার জেলা’র কমলগঞ্জ উপজেলা’র দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচীর দুই দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
৮ জুন সকালে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে থেকে এ সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান।
প্রশিক্ষণে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোহিনী সিনহা ও ইউনিয়ন কর্মী রাজু দত্ত সহ ১৩৯ জন ‘মা’ অংশগ্রহণ করছেন।
এ সময় ভাতাভোগী মহিলাদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ মাতৃত্ব ও গর্ভবর্তী মায়ের পরিচর্যা, খাদ্য ও পুষ্টি, শিক্ষা, আয়বর্ধক কর্মসূচীতে অংশগ্রহণে উৎসাহিতকরণ, জেন্ডার ও নারীর অধিকার, বাল্য বিবাহ, পরিবার পরিকল্পনা, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধন, মাতৃদুগ্ধ পানের গুরুত্ব, মা ও শিশুর পরিচর্যা এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।