মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে রাজু দত্ত : কাঙ্খিত জনশুমারি ১৫ থেকে ২১ জুন কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে দেশব্যাপী একযোগে সাতদিনব্যাপী কাঙ্ক্ষিত জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে আগামী ১৫ থেকে ২১ জুন।
সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্ভুল ও বিশ্বমানের পরিসংখ্যান প্রণয়নে প্রথমবারের মত দেশে ‘ডিজিটাল জনশুমারি’ পরিচালনা হতে যাচ্ছে।
এ জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’র মাধ্যমে একযোগে দেশের সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা হবে।
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় মূল গণনা কার্যক্রম চলবে আগামী ১৫-২১ জুন ২০২২ খ্রিঃ শুমারির গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম ব্যাচ আজ ৪ জুন থেকে ৭ জুন ২০২২ খ্রিঃ ও দ্বিতীয় ব্যাচ ৯-১২ জুন ২০২২ খ্রিঃ অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতা আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সদর ইউনিয়নের গণনাকারী ও সুপারভোইজারদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।