কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আবদুল মালেক (৪৮) নামে এক যুবক নিহত ও তার ছেলেসহ অপর ৩ জন আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত নুরুল আমিন (৩৫) ও তার মেয়েকে আটক করেছে পুলিশ।
২৮ আগষ্ট রোববার রাতে মগনামা বাজারপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে- মগনামা বাজারপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মৌলভী আবদুল মাবুদের দোকানে প্রতিদিন মাদক বেচাকেনা ও জুয়ার আসর বসে। এদিন রাতে ওই দোকানে মৌলভী আবদুল মাবুদের দুই মাদকসেবী ছেলে বারেক, ইমাম, নুরুল আমিনের ছেলে কিশোরগ্যাং লিডার নাইবু মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে কৃষক আবদুল মালেকের ছেলেকে মারধর করে।
খবর পেয়ে একই ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার কৃষক আবদুল মালেক ওই দোকানে তার ছেলেকে নিতে যায়। কৃষক আবদুল মালেক ওই দোকানের ভেতরে ঢুকে তার ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দোকান মালিক মৌলভী আবদুল মাবুদ, তার ভাই মাদু, তার দুই ছেলে, তাদের আত্মীয় মাদক সেবী নুরুল আমিন ও তার ছেলে নাইবুসহ আরও কয়েকজন মাদকসেবী সন্ত্রাসীরা আবদুল মালেক ও তার ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
এতে পিতাপুত্রসহ ৪ জন গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আবদুল মালেককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পারভেজকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অপর ২ জনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।