মোঃ ফয়জুল আলী শাহ কুলাউড়া উপজেলার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশ কর্তৃক একাধিক প্রতারনা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মানিক বর্ধন গ্রেফতার হয়েছে। গত ২১ অক্টোবর কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই/অপু কুমার দাশ গুপ্ত, এএসআই/মোঃ রুমান মিয়া, এএসআই/মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মানিক বর্ধনকে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী মানিক বর্ধন কুলাউড়ার ব্রাহ্মণবাজারস্থ মেসার্স এম এন এইচ ব্রিক্স ফিল্ড এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের নিকট কাঁচা ইট বিক্রি করে প্রায় ১৩৭ জনের কাছ থেকে অনুমান ০৮ (আট) কোটি টাকা নেয়। কিন্তু পরবর্তীতে উক্ত ইট বা টাকা না দিয়ে টাকা আত্মসাৎ করে পলাতক হন। পরবর্তীতে পাওনাদারগন তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে এনআইএ্যাক্ট এর ১৩৮ ধারায় সিআর মামলা নং-১৪৮/২০, ১৫৩/২০, ১৪৩/২০, ১৫৪/২০, ১৭৩/২০, ৩৮১/২০, ২৫/২১, ১৯৯/২২, ৩৪০/২০ দায়ের করেন। উল্লেখিত মামলায় তাহার বিরুদ্ধে কুলাউড়া থানায় ০৮টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল।
উক্ত আসামী মানুষের টাকা আত্মসাৎ করে অনেক মানুষকে নিঃস্ব ও অসহায় করেছে। আসামীকে দীর্ঘদিন থেকে গোপনীয় ভাবে নজরদারী করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মানিক বর্ধনকে ওয়ারেন্ট মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Like this:
Like Loading...