1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুইজনকে কুপিয়ে হত্যা - DeshBideshNews
November 27, 2024, 11:45 pm
 

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুইজনকে কুপিয়ে হত্যা

  • Update Time : Saturday, October 15, 2022
  • 93 Time View
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুইজনকে কুপিয়ে হত্যা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে (মাঝি) উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার থাইংখালী তাজনিমারখোলা সংলগ্ন ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ১৩ নম্বর থাইংখালী এফ ব্লকের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার (৩৮) ও এফ-২ ব্লকের সাবমাঝি মৌলভি মোহাম্মদ ইউনুস (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, সন্ধ্যায় হঠাৎ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে দুই মাঝিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ক্যাম্পের সাব-মাঝি মো. ইউনুস নিহত হন। আহত অবস্থায় আরেক মাঝি আনোয়ারকে উদ্ধার করে দাতা সংস্থার হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

তাজনিমারখোলা ক্যাম্পের বাসিন্দা আলিম উল্লাহ বলেন, চার জনের একটি গ্রুপ মুখোশ পরে কোমর থেকে অস্ত্র বের করে দুই মাঝিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা আরসার সদস্য হতে পারে। এক মাঝি ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে হাসপাতালে ভর্তির পর মারা যান।

তিনি বলেন, ঘটনার সময় মাঝিরা ক্যাম্পের স্বেচ্ছাসেবীদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে রোহিঙ্গাদের খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় হামলার ঘটনা ঘটে। দিন দিন ক্যাম্পের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমরা আতঙ্কে আছি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ