বিশেষ প্রতিনিধি : নির্বাচন কমিশনকে (ইসি) স্বাগত জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। নিজের প্রস্তাবিত নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ায় সরকারকেও স্বাগত জানিয়েছেন তিনি। তবে কমিশনের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
আজ রোববার বিকেলে শপথ নেয় নতুন কমিশন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন- আমি খুশি হয়েছি যে আমার প্রস্তাবিত নাম থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। সরকারকেও ধন্যবাদ, তারা ভালো কাজ করছে।
নতুন কমিশনে বুদ্ধিজীবী বা নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং আরও একজন নারী থাকলে ভালো হতো বলে মত দেন জাফরুল্লাহ চৌধুরী।
বিরোধী দলগুলোকে নতুন কমিশনারদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন- বিরোধীরাও তাঁদের সমর্থন দেবেন। পাশাপাশি নির্দলীয় সরকারের আন্দোলনও করে যেতে হবে।