নিজস্ব প্রতিনিধি : চ্যানেল এস টিভি’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি বলেন- আহবাব চৌধুরী খোকন তার ভ্রমণগ্রন্থের মাধ্যমে মাতৃভূমিকে বিশ্বের বুকে তুলে ধরেছেন। তার লেখায় একটা প্রাঞ্জল ভাষা আছে, শিল্পের লক্ষণীয় দিক আছে। লেখক বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণে গিয়ে বাঙালি খুঁজে বের করেছেন। আহবাব চৌধুরী খোকন বইয়ের নামকরণেও ফেঞ্চুগঞ্জের প্রতিনিধিত্ব করেছেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী, লেখক ও সাংবাদিক আহবাব চৌধুরী খোকন’র ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘জিরো পয়েন্ট’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) বিকালে ফেঞ্চুগঞ্জের আনন্দমেলা পার্টি সেন্টারে প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা’র সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ।
মূখ্য আলোচকের বক্তব্যে কবি কালাম আজাদ বলেন- আহবাব চৌধুরীর এই ভ্রমণ ডাইরি পাঠক মাত্রই সানন্দে পড়ে নিতে পারবেন। মনে রাখবেন- পৃথিবীতে সম্মানীত হওয়ার সবচেয়ে বড় পন্থা বই, বই এবং বই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সহ সভাপতি ও রাজনীতিবীদ আব্দুল কাইয়ূম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, কবি শিউল মনজুর, ডা. জাকির হোসেন, নিউইয়র্ক টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু ও অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ।
দেলোয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ মুহিনী বেগম, কবি নাঈমা চৌধুরী, মিসবাউর রহমান, মাওলানা হারুনুর রশিদ- প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান কিনেল।