নিজস্ব প্রতিনিধি : গতকাল থেকে সিলেট ও সুনামগঞ্জে আবারও ভারি বৃষ্টিপাত শুরু হওয়ায় জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে বানভাসি মানুষের মধ্যে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সিলেটে মুষলধারে বৃষ্টি হয়।
সিলেটের পাউবোর উপ সহকারী প্রকৌশরী এ কে এম নিলয় বলেন- ভারি বৃষ্টি হলে সিলেটে পাহাড়ি ঢল নামতে পারে। ফলে ফের বন্যার অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।
সিলেটের আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন- চলতি সপ্তাহে সিলেটে হালকা থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান- বন্যার পানি কমতে শুরু করলেও অনেক এলাকা এখনো পানিবন্দি রয়েছে। এর মধ্যে আবারও মঙ্গলবার রাতের বৃষ্টিতে পানি বেড়েছে। ফলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন- সিলেট জেলায় বন্যায় চার লাখ ১৬ হাজার ৯৬৬টি পরিবারের ২১ লাখ ৯৬ হাজার ৯৬৫ জন মানুষ বন্যাক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩০ হাজার ৯৪০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
গত ১৫ জুন থেকে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট মহানগরীর অধিকাংশ এলাকা, ৫টি পৌরসভা, ১৩টি উপজেলার ১০৫টি ইউনিয়নের মধ্যে ৯৯টিই বন্যা কবলিত হয়। জেলার অনেক গ্রাম এখনো পানির নিচে তলিয়ে আছে।