1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আক্রান্তে রেকর্ড, ডেঙ্গুতে মৃত্যু ১৬ জনের - DeshBideshNews
November 24, 2024, 5:42 pm
 

আক্রান্তে রেকর্ড, ডেঙ্গুতে মৃত্যু ১৬ জনের

  • Update Time : Tuesday, July 25, 2023
  • 89 Time View
আক্রান্তে রেকর্ড, ডেঙ্গুতে মৃত্যু ১৬ জনের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেল ২০১ জন। একই সময়ে আরো দুই হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যা এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৪১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ১৬২ জন এবং সারা দেশে এক হাজার ২৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৯৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালের ৮৯৭ জন। আর সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৪১ জন ছাড়পত্র পেয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৬৮৮ জন। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৩৪৯ জন। আর ঢাকার বাইরে ১৫ হাজার ৩৩৯ জন। এদিকে এখন পর্যন্ত ভর্তি রোগীর মধ্যে হাসপাতাল ছেড়েছে ২৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৫৪১ জন এবং ঢাকার বাইরে ১২ হাজার ১৯ জন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ