নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ওমর ফারুককে ঢাকা দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে দুপুরে ওমর ফারুকসহ (৫২) চারজনকে গ্রেপ্তার করার কথা জানায় র্যাব। আসামিদের চারজনই ২০১৩ সালে হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতা মিল্কীর অনুসারী বলছে র্যাব।
বাংলাদেশ টাইম শনিবার সন্ধ্যার দিকে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। বহিষ্কারাদেশে সই করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
গত ২৪ মার্চ রাতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে (ওমর ফারুক) গ্রেপ্তার করেছে।
উল্লখ্য, গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে খুন হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৮)।