যুক্তরাজ্য লেস্টার প্রতিনিধি মোহাম্মদ আজমল হোসেনঃ– ৩০ শে অক্টোবর রোজ রবিবার সেমফিটারস রোড সেমফিটারস চার্জ এ লেস্টার ওয়েলফেয়ার সোসাইটি প্রেসিডেন্ট আলিফ উদ্দিন সাহেব উদ্যোগে লেস্টার ওয়েলফেয়ার সোসাইটি এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্দেশ্য হল আমাদের বাংলাদেশি কমিউনিটির লেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ব্যক্তি এবং লেস্টার আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব সাঈদুর রহমান সাঈদ সাহেবকে ফুলের তুলা দিয়ে শুভেচ্ছা জানানো এবং লেস্টার বাসি পক্ষ থেকে এওয়ার্ড সংবর্ধনা দেওয়া হয়। জনাব সাঈদুর রহমান সাঈদ তিনি গত বছর ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে বি ই এম
স্বীকৃতি এওয়ার্ড পেয়েছেন। এই এওয়ার্ড আমাদের লেস্টার বাংলাদেশী কমিটির গর্ব। এবং এর সাথে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই স্বাধীনতা কে উদযাপন করা হয়েছে আজ। সেখানে অনেক বাংলাদেশী কমিউনিটি মানুষ উপস্থিতি ছিলেন। লেসটার ওয়েলফেয়ার সোসাইটি প্রেসিডেন্ট আলিফ উদ্দিন সাহেবের উপস্থিতিতে এই অনুষ্ঠান শুরু করেন জনাব আবু তাহের মিয়া এমবিএ। সর্বপ্রথম কোরআন তেলাওয়াত মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় এবং কোরআন তেলাওয়াত করেন জনাব খসরু মিয়া। এর পর একে একে বক্তব্য রাখেন লেস্টার আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান সাঈদ, ইংল্যান্ডের পার্লামেন্ট সদস্য লেস্টারের এমপি জোনাথন অ্যাশওয়ার্থ, বাংলাদেশ কমিউনিটির বাঙালি কাউন্সিলর মোহাম্মদ আমিনুর তালুকদার, লেস্টার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মিশু মিয়া, লেস্টার আওয়ামী লীগের সেক্রেটারি ফজলুর রহমান, বাঙালি কমিউনিটির বাঙালি কাউন্সিলর শারমিন বেগম, কাউন্সিলর শহিদু উল্লা খান, বাংলাদেশি কমিউনিটির বৈশাখী মেলা কমিটির প্রেসিডেন্ট ফরিদ মিয়া এবং বাংলাদেশ কমিটির আরো অন্যান্য সদস্য সেখানে বক্তব্য রাখেন। লেস্টার ওয়েলফেয়ার সোসাইটি প্রেসিডেন্ট জনাব আলিফ উদ্দিন সাহেবের বক্তব্য মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত করা হয় এবং এই অনুষ্ঠান শেষে সেখানে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়, এই খাওয়া-দাওয়ার খরচ আমাদের লেসটার সিটি কর্পোরেশন পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। লেস্টার এর বাংলাদেশি কমিউনিটির সবাই সেই অনুষ্ঠানকে সুন্দরভাবে সার্থক করে তুলেছেন।