দেশ বিদেশ রিপোর্ট : বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে সৌদি আরবের শীর্ষস্থানীয় ২২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ঢাকা সফরে আসছেন বিনিয়োগমন্ত্রী খালিদ আল ফালিহ।
সোমবার (২৮ মার্চ) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান পবিত্র রমজান উপলক্ষে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষে বাংলাদেশের জন্য খাদ্যসামগ্রী ও খেজুর বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সৌদি রাষ্ট্রদূত বলেন- সৌদি বিনিয়োগকারীদের জন্য নতুন এক সম্ভাবনার ক্ষেত্র বাংলাদেশ। অবকাঠামো উন্নয়ন, জাহাজ নির্মাণ, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও গ্যাস উত্তোলনসহ জ্বালানি খাত, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, পেট্রোকেমিক্যাল, হালকা প্রকৌশলসহ নানা খাতে সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। আরামকো, সাবিকের মতো শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ওই সফরে বাংলাদেশে আসবেন।
এ সময় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য হজ চালুর বিষয়ে জানতে চাইলে সৌদি রাষ্ট্রদূত বলেন- বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মানুষ পবিত্র হজব্রত পালনের অপেক্ষায় রয়েছেন। করোনা মহামারির কারণে তা বন্ধ রয়েছে। স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকির বিষয়টি সুরাহা হলে পুনরায় হজ চালু হবে।
সৌদি রাষ্ট্রদূত আরো বলেন- ২০১৯ সালে বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ৫০ ভাগের প্রক্রিয়া বাংলাদেশেই সম্পন্ন হয়েছিল। আশা করা যায়- পরে বাংলাদেশ থেকে লোকজন যখন হজ্ব পালন করতে যাবেন, তাদের ১০০ ভাগের প্রক্রিয়া বাংলাদেশেই সম্পন্ন হবে- ইনশাআল্লাহ্।