1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
লন্ডন বাংলা প্রেসক্লাব নির্বাচনে জুবের-তাইসির-মুরাদ এলায়েন্সের নিরঙ্কুশ জয় - DeshBideshNews
November 28, 2024, 3:01 am
 

লন্ডন বাংলা প্রেসক্লাব নির্বাচনে জুবের-তাইসির-মুরাদ এলায়েন্সের নিরঙ্কুশ জয়

  • Update Time : Tuesday, January 30, 2024
  • 202 Time View

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ব্রিটেনের লন্ডন বাংলা প্রেসক্লাব নির্বাচন। নির্বাচনে ১৫ টি পদের মাঝে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে বিজয়ী হয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জুবের-তাইসির-মুরাদ এলায়েন্স। আর নাহাস-মুসলেহ-সালেহ এলায়েন্স পেয়েছেন মাত্র ৩টি পদ।

এবারে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস এর সাবেক চীফ রিপোর্টার ও রিয়াল নিউজের ফাউন্ডিং এডিটর মোহাম্মদ জুবায়ের। তিনি মাত্র ২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাসাকে। সভাপতি মোহাম্মদ জুবায়ের পেয়েছর ১৪১ ভোট। আর পরাজিত প্রার্থী সৈয়দ নাহাস পাসা পেয়েছেন ১৩৯ ভোট।

এছাড়া ইস্ট লন্ডনের ইমপ্রেশন ব্যাঙ্কুয়েটিঙ হলে অনুষ্টিত এই নির্বাচনে জুবায়ের-তাইসির-মুরাদ এলায়েন্সের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্টসহ মোট  ১২টি এবং নাহাস-মুসলেহ-সালেহ এলায়েন্স ট্রেজারার সহ মোট ৩টি পদে জয়লাভ করে। এতে বরাবরের মতো নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বজলুর রশিদ চৌধুরী এমবিই, আজিজ চৌধুরী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া।

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রেসক্লাব মেম্বারদের স্বতঃস্ফর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সভা। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এমদাদুল হক চৌধুরীর ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। সভায় ২০২৩ সালের রিপোর্ট প্রকাশ করা হয়।

নির্বাচনে প্রার্থীরা যত ভোট পেলেন

প্রেসিডেণ্ট পদপ্রার্থী
মোহাম্মদ জুবায়ের-১৪১
সৈয়দ নাহাস পাশা-১৩৯

জেনারেল সেক্রেটারি
তাইসির মাহমুদ-১২৩
মোসলেহ আহমেদ-১০৩
জিআর সোহেল-৫৭

ট্রেজারার
আব্দুল কাদির চৌধুরী মুরাদ-১২২
মো: সালেহ আহমেদ-১৫৭

সিনিয়র ভাইস প্রেসিডেণ্ট
ব্যারিস্টার তারেক চৌধুরী-১৯১
মোস্তাক আলি বাবুল-৮৬

ভাইস প্রেসিডেন্ট
মো: রহমত আলি-১৩৬
সায়েম চৌধুরী-১৪৩

অ্যাসিসট্যান্ট সেক্রেটারী
মো: রেজাউল করিম মৃধা-১৪৩
মো: আব্দুল কাইয়ুম-১৩৬

অ্যাসিসট্যান্ট ট্রেজারার
ইব্রাহিম খলিল-১৫৬
মো: সারওয়ার হোসেন-১০৭

অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারী
মো: আকরামুল হোসেন-১৬৮
মো: ইমরান আহমেদ-১১৩

মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারী
মো: মাহবুব আলি খানশূর-৮৫
মো: আবদুল হান্নান-১৯০

ইভেণ্টস অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারী
রূপি আমিন-১৭৭
এস এম রহমান বেলাল-১০২

পাঁচটি এক্সিকিউটিভ মেম্বার পদে
আনওয়ার শাহজাহান-১৩১
মরিয়ম পলি রহমান-১৫৫
জাকির হোসেন-১৩৭
সহিদুর রহমান সুহেল-১৭৬
ফয়সল মাহমুদ-১৭১
মোহাম্মদ সোবহান-১২০
এম ই রহমান পাক্কু-১২৯
বাতিরুল সর্দার-৮১
হেফাজুল করিম রকিব-১২০
আনিসুর রহমান আনিস-৯৭

নির্বাচনে যারা জয়ী হলেন
প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সাইম চৌধুরী, ট্রেজারার সালেহ আহমদ, এসিস্টেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, সেক্রেটারি তাইসির মাহমুদ, এসিসট্যান্ট সেক্রেটারী মো: রেজাউল করিম মৃধা,  অ্যাসিসট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারী আকরাম হোসেন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারী আবদুল হান্নান, ইভেণ্টস অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারী রূপি আমিন।

সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন
জাকির হোসেন কয়েস, আনোয়ার শাহজাহান, পলি রহমান, সোহেল আহমদ ও ফয়সল মাহমুদ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ